General Information

হিমসাগর আমঃ জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু করে তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাবেন।

হাড়িভাঙ্গা আমঃ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর সপ্তাহ পর্যন্ত পাবেন।

ল্যাংড়া আমঃ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর সপ্তাহ পর্যন্ত পাবেন।

লক্ষনভোগ আমঃ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে পুরো জুন মাস পাবেন।

ফজলি আমঃ জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে।

আম্রপালি আমঃ জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে।

সূর্যাপুরী আমঃ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর দিকে পাবেন।

লিচু মে মাসের শেষ থেকে লিচু পাওয়া যাবে তখন থেকে ডেলিভারি শুরু করবো।

হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি, ফজলি ও লখনা আম চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সংগ্রহ করা হয়। হাড়িভাঙ্গা আম রংপুর থেকে, সূরযাপূরী আম ঠাকুরগাঁও জেলা থেকে সংগ্রহ করা হয়। বেদানা ও চায়না-৩ লিচু শুধুমাত্র দিনাজপুর জেলা থেকে সংগ্রহ করা হয়।

আমরা সরাসরি আমাদের নিবন্ধিত ফল চাষিদের বাগান থেকে বাগানের সেরা ও নিরাপদ ফল সংগ্রহ করি, পাশাপাশি আপনাদের কাছে ফল পৌঁছানো পর্যন্ত যাতে ফল নিরাপদ থাকে তার জন্য প্যাকেজিংও বেশ উন্নত করেছি। তাই দাম কিছুটা বেশি হয়।

আমরা সরাসরি আমাদের নিবন্ধিত ফল চাষিদের বাগান থেকে বাগানের সেরা ও নিরাপদ ফল সংগ্রহ করি, পাশাপাশি আপনাদের কাছে ফল পৌঁছানো পর্যন্ত যাতে ফল নিরাপদ থাকে তার জন্য প্যাকেজিংও বেশ উন্নত করেছি। তাই দাম কিছুটা বেশি হয়।

পাকার পর আমভেদে ৪ থেকে ১০ দিন পর্যন্ত আম কোনো রকম ফ্রিজিং করা ছাড়াই রেখে খেতে পারবেন।

শুধুমাত্র ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি ও রংপুর সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি। অন্যান্য জেলায় আপনার নিকটস্থ কুরিয়ারের মাধ্যমে ফল কুরিয়ার থেকে নিতে পারবেন।

Shipping and Delivery

ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে। অন্য জেলার ক্ষেত্রে অর্ডার করার সময় পুরো পেমেন্ট করতে হবে।
অর্ডার করতে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ট্রানজেকশন আইডিটা আমাদের জানিয়ে দিবেন।

Order Related

অর্ডার করার সর্বোচ্চ চার দিনের মধ্যে ডেলিভারি দেয়া হয়।

আমাদের ফেসবুক পেজ (https://www.facebook.com/frutiofficial) এ ইনবক্স করে ফল অর্ডার করতে পারবেন। আমাদের ফোন নাম্বার 01885438711 এ কল করে ফল অর্ডার করতে পারেন।

আমরা সর্বোচ্চ চেস্টা করি আপনাদের ভালো মানের ফলটি আপনাদের পাঠাতে। তবে পরিবহণ বা অন্য কোনো কারনে ফল যদি নস্ট হয়ে যায় সেক্ষেত্রে ছবি তুলে আমাদের পেজে ইনবক্স করলে বা ওভার ফোনে আমাদের জানালে আমরা পুনরায় রিফান্ড করে দেই অথবা পুনরায় ফল পাঠিয়ে দেই।